প্রথম পাতা খবর প্রশান্ত কিশোরের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রশান্ত কিশোরের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

75 views
A+A-
Reset

ডেস্ক: টানা তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় ফেরার পর এবার দলের সংগঠনকেও ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের আগে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ প্রায় তিন ঘণ্টা মমতার সঙ্গে প্রশান্তের বৈঠক হয় বলে খবর৷ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাংগঠনিক রদবদলের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ 


তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং আই প্যাক-এর ভূমিকা অনস্বীকার্য৷ ইতিমধ্যেই ২০২৬ সাল পর্যন্ত আই প্যাক-এর সঙ্গে চুক্তি করে ফেলেছে শাসক দল৷ তৃণমূলের অন্দরের খবর, পিকের পরামর্শ মতো তৃণমূলের অন্দরে ‘এক পদ, এক নীতি’ কার্যকর করতে বদ্ধপরিকর মমতা। সেইসঙ্গে তরুণ প্রজন্মের উপর বাড়তি গুরুত্ব করতে চান। আগামী সপ্তাহেই ‘বড়সড়’ কিছু ঘোষণা করা হতে পারে।


সূত্রের খবর, পুর নির্বাচন, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচনের দিকে তাকিয়ে সাংগঠনিক রদবদল করা হবে।এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর৷ পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি-কে রুখে দেওয়ার পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা যেমন আরও বেড়েছে, প্রশান্ত কিশোরের গুরুত্বও অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ ইতিমধ্যেই এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও একাধিক বার বৈঠক সেরে ফেলেছেন প্রশান্ত৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.