রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল, স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: রাজ্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্ররা যাতে কোনওরকম হেনস্থার শিকার না হয়, দেখতে হবে। আমরা চাই, আমরা যে সুযোগ পাইনি, তা যেন এখনকার ছাত্রছাত্রীরা পায়।’

স্টুডেন্টস ক্রেডিট
 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে। তিনি বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আজ থেকে পোর্টাল খোলা হল। এগিয়ে বাংলা পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি, উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে। এছাড়া, ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।’


সবুজ সাথী প্রকল্পে ১ কোটি সাইকেল দিয়েছি। মাঝে ভোটের জন্য সাইকেল দেওয়া বন্ধ ছিল। এখন ১২ লক্ষ সাইকেল দিচ্ছি। ২০২০ সালে নবম শ্রেণির ৩ লক্ষ ছাত্রছাত্রী ও ২০২১ সালের নবম শ্রেণির ৯ লক্ষ ছাত্রছাত্রী নভেম্বরের মধ্যে পেয়ে যাবেন। ৬ লক্ষ আগেই দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন দ্বাদশ শ্রেণির ৮ লক্ষ ৭৬ হাজার ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৮ লক্ষ ৯৪ হাজার ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। দশম শ্রেণি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা মিলবে। দশম শ্রেণির পর বাইরে পড়ার সুযোগ পাবেন। 


এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ’৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবে।’ ঋণের মেয়াদ ১৫ বছর। তার মধ্যে চাকরি পেয়ে যাবেন। সরকারি, বেসরকারি ও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাবে। আবেদন করার পদ্ধতি সরল। সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনও সময় আবেদন করা যাবে। বাবা-মায়ের কোনও চিন্তা থাকবে না। শিক্ষা ঋণের জন্য এখানে-ওখানে ঘুরতে হবে না। ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে সাহায্য করবে। মন দিয়ে পড়াশুনো করুন ছাত্রছাত্রীরা। মা-বাবারাও নিশ্চিন্তে থাকুন। আপনারা ছেলেমেয়েরাই ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস হবে। আপনাদের মুখ উজ্জ্বল করবে। 

আরও পড়ুন: উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের


ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণাই করলেন তিনি।  এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। এর মধ্যে একটি তৈরি হবে এসএসকেএম হাসপাতালে। আরেকটি তৈরি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করা হবে এই দুটি ক্যানসার হাসপাতাল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন