রায়গঞ্জ: উত্তরবঙ্গে ভোটপ্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারেও জোড়া সভা করবেন তিনি।
এ দিন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেমতাবাদে একটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। এর পর বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে তপনে জনসভা করবেন।
উল্লেখযোগ্য ভাবে, ২০১৯ সালের লোকসভা ভোটে এই দু’টি আসন জিতেছিল বিজেপি। বালুরঘাট আসনে জিতেছিলেন সুকান্ত মজুমদার। অন্য দিকে, রায়গঞ্জে জয়ী হন বিজেপির দেবশ্রী চৌধুরী।
শুক্রবার তাঁর জোড়া জনসভা ছিল মুখ্যমন্ত্রী। তুফানগঞ্জের নাগুরহাট হাইস্কুলের মাঠে একটি সভা করেন তিনি। অন্য সভাটি করেছেন জলপাইগুড়িতে। শুক্রবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন মমতা।
উল্লেখ্য, গত রবিবার ক্ষণেকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার একাংশ। রাতেই বিশেষ হেলিকপ্টারে ঘটনাস্থলে যান তৃণমূল সুপ্রিমো। ক্ষতিগ্রস্ত এলাকায় এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে প্রশাসনিক কাজের তদারকিও করেন মুখ্যমন্ত্রী। এর পর, বৃহস্পতিবার থেকে তিনি উত্তরবঙ্গে ভোটপ্রচার শুরু করে দেন।