ছবি: রাজীব বসু
কলকাতা: প্রতি বছর নিজের হাতে বাড়ির কালীপুজোর সব আয়োজন সামলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তিনি সেই দায়িত্বে রয়েছেন। পুজোর মণ্ডপ থেকে প্রতিমার সাজসজ্জা, ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ণ সব কিছুতেই রয়েছেন তিনি।
আজ, বৃহস্পতিবার সকালেই নিজের বাড়ির প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে তিনি প্রতিমাকে “দিগম্বরী” রূপে বর্ণনা করেছেন। ছবির সঙ্গে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন।
সন্ধ্যায় কালীঘাটের বাড়ির সামনের ‘শুভ দীপাবলি’ লেখা এবং নিজের হাতে আঁকা ছবিও সকলের নজর কেড়েছে। সাদা শাড়ি এবং বেগুনি পাড়ে গৃহকর্ত্রীর সাজেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কালীপুজোর আয়োজন এবং অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় কাটালেন তিনি, যার মধ্যে ছিল ভোগ রান্নার তদারকি থেকে অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা।
এ দিকে, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বিদেশ থেকে চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন। বৃহস্পতিবার মমতার বাড়ির পুজোয় অভিষেককে দেখা গেল চোখে কালো চশমা পরে থাকতে। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়েই তিনি পুজোয় এসেছিলেন।