পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে গিয়ে হেলিকপ্টার থেকে নামার সময়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প কিছুদিন বিশ্রামের পর ফের পঞ্চায়েতে নির্বাচনের প্রচারে ফিরছেন তৃণমূল নেত্রী। সোমবার ভার্চুয়ালি প্রচার শুরু করবেন কালীঘাটে নিজের বাসভবন থেকে।
শোনা যাচ্ছিল, পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাচ্ছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩ জুলাই বীরভূমের খয়রাশলে সভা করবেন তিনি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব যা নিয়ে জেলা নেতৃত্বকে সভার প্রস্তুতির কাজ শুরু করতেও না কি বলে দিয়েছিলেন। তবে বীরভূমে সশরীরে যাওয়া হল না মমতার। সব ঠিকঠাক চললে, সোমবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকেই ভার্চুয়াল মাধ্যমে বীরভুমের এক জনসভায় বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েতের ভোটপ্রচারে উত্তরবঙ্গে গিয়ে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার দুর্বিপাকের মুখে পড়েন মমতা। কপ্টার জরুরি অবতরণ করে শিলিগুড়ির সেবক এয়ারবেসে। কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান তিনি। বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও চোট পান মমতা। চিকিৎসকদের পরামর্শ মেনে মঙ্গলবার থেকে বাড়িতেই থেকে প্রশাসনিক কাজকর্ম করছেন মুখ্যমন্ত্রী।
চোট পাওয়ার আগে তৃণমূল নেত্রীর প্রচারসূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ফিরে তাঁর বীরভূমের দুবরাজপুরে যাওয়ার কথা ছিল। এছাড়াও জঙ্গলমহলের কয়েকটি জেলাতেও তাঁর প্রচার করার কথা ছিল। তৃণমূল সূত্রের খবর, মমতা সেই আগের সূচির সঙ্গেই কিছুটা সাযুজ্য রেখে ভার্চুয়াল সভা করতে চলেছেন।