পুজোয় মন্ত্রীদের এলাকায় থাকার নির্দেশ মমতার, শান্তি-শৃঙ্খলার বার্তা নবান্ন থেকে

দুর্গাপুজো ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট জানান, প্রত্যেক মন্ত্রীকে নিজ নিজ এলাকায় থাকতে হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পুজো চলাকালীন কোনওরকম গন্ডগোল যাতে না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ:

  • মন্ত্রীরা যেন এলাকায় থেকে প্রশাসনের পাশে থাকেন।
  • কোনওরকম প্ররোচনায় পা দেওয়া যাবে না।
  • উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হতে হবে।
  • জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকার নির্দেশ।

গরিব মানুষের পাশে থাকার বার্তা

মন্ত্রীদের শুধু আইনশৃঙ্খলার দিকেই নজর দিতে বলেননি মুখ্যমন্ত্রী, তিনি একইসঙ্গে বার্তা দিয়েছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। জানিয়েছেন, শুধু দলের অর্থ নয়, ব্যক্তিগত সঞ্চয় থেকেও গরিব মানুষদের সাহায্য করতে হবে।

আলপটকা মন্তব্যে সতর্কবার্তা

মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কোনওভাবেই নেতারা যেন অবিবেচক মন্তব্য না করেন। তিনি বলেন, “আপনারা সরকার ও দলেরই অংশ। তাই কথা বলবেন বুঝে। পরিস্থিতি না বুঝে মন্তব্য করা চলবে না।”

উৎসবের আবহে বার্তা

এখন মহালয়ার পর থেকেই পুজোর আবহে মেতে উঠেছে কলকাতা ও জেলা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। সেই আবহেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা— “শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই উৎসবে শামিল হোন।”

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা