সাইরাস মিস্ত্রির আকস্মিক মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। টুইটারে শোকবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহারাষ্ট্রের পালঘরে শিল্পপতি সাইরাস মিস্ত্রির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মুম্বই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চারোটি এলাকায় গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুপুর ৩.১৫ থেকে ৩.৩০-এর মধ্যবর্তী সময়ই ওই দুর্ঘটনা ঘটেছিল। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরেছিল ৫৪ বছর বয়সি শিল্পপতির মার্সিডিজ গাড়িটি।

এ দিন টুইটারে মমতা লেখেন, “সাইরাস মিস্ত্রির অসময়ে চলে যাওয়ায় গভীর ভাবে শোকাহত। আমি ওনার পরিবারকে সমবেদনা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁরা যেন এই কঠিন সময়ে লড়াই করার মতো শক্তি পান। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি”।

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাইরাস ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান। ২০১২ সালের ডিসেম্বরে তিনি ওই পদে স্থলাভিষিক্ত হন। তার আগে ১৯৯১-এ শাপুরজি পালোনজি গোষ্ঠীতে যোগ দেওয়ার পর আরও বাড়িয়েছেন ব্যবসা। এ দিন পথ দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন জগতের বিশিষ্টরা।

আরও পড়ুন: পুজোর আগে রাস্তার ভোলবদল, উদ্যোগী কলকাতা পুরসভা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক