বন্যার পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ অক্টোবর উত্তরবঙ্গের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ অক্টোবর কলকাতা থেকে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছবেন শিলিগুড়ি। উত্তরকন্যায় থাকবেন মুখ্যমন্ত্রী। ২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর ২৬ অক্টোবর এবং ২৭ অক্টোবর কার্শিয়াং যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না তিনি। ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত, লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা


প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে বিধ্বস্ত পাহাড়। বিপর্যস্ত জনজীবন। আটকে পড়েছেন বহু পর্যটক। আকাশে মেঘ থাকলেও পাহাড় ও সমতলে বৃষ্টি আপাতত থেমেছে ঠিক-ই, কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবলীলার ধ্বংসচিহ্ন। ধস নেমে বিভিন্ন দিকের রাস্তা বন্ধ থাকায় বড় গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়েই কোনও রকমে গাড়িগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ১০ নম্বর জাতীয় সড়ক ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছিল। কিন্তু আবার নতুন করে ধস নামায় ফের বন্ধ সেই রাস্তা। শিলিগুড়ি থেকে ছোট গাড়িগুলিকে করোনেশন সেতু, তিস্তা ও রংপোর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক