প্রথম পাতা খবর কন্যাশ্রী দিবসে বাংলার মেয়েদের সাফল্যে গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়, টুইটে জানালেন সে কথা

কন্যাশ্রী দিবসে বাংলার মেয়েদের সাফল্যে গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়, টুইটে জানালেন সে কথা

260 views
A+A-
Reset

ডেস্ক : বাংলার মেয়েদের সাফল্যের জন্য গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিবসে এই প্রকল্পে সাফল্যের উল্লেখ করে টুইট করেন তিনি।

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “কন্যাশ্রী দিবসে বাংলার প্রতিটি মেয়ের সাফল্য উদ্‌যাপন করছি। তাদের কৃতিত্ব, উৎসাহ ও নিষ্ঠার জন্য আমি গর্বিত।

মমতা আরও লেখেন, ‘‘লাখ লাখ কিশোরীর স্বপ্নপূরণে সাহায্য করেছে রাজ্যের কন্যাশ্রী প্রকল্প। মেয়েদের ক্ষমতায়ণের জন্য সব সময় আমাদের কাজ করে যাওয়া উচিত”।

১৮ বছর বয়েস হওয়ার আগেই মেয়েদের বিয়ে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। এই প্রকল্প থেকে বছরে একবার পাঁচশ টাকা করে বৃত্তি পাওয়া যাবে। ১৮ বছর অবধি বিয়ে না করে পড়াশুনা চালিয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে।

ইতিমধ্যেই এই প্রকল্প বেশ জনপ্রিয়তা অর্জন করছে। বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী প্রকল্প। দেশের মধ্যে বাল্যবিবাহ রুখতে এক নম্বর স্থানে রয়েছে এই প্রকল্প।

আরও পড়ুন : দিল্লির বাসভবন ছেড়েই দিতে হবে মুকুল রায়কে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.