মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, হতে পারে বিশেষ বৈঠকও

কলকাতা: শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালেই বিশেষ বিমানে মুম্বই উড়ে যাবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, শুক্রবার অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি একা নন, দেশের আরও বেশ কিছু রাজনীতিবদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আমন্ত্রণ জানাতে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি৷ ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিয়ের অনুষ্ঠানটি হবে।

মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সৌজন্যের খাতিরে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা। তিনি। দলীয় সূত্রের খবর, বার বার করে আম্বানিরা অনুরোধ করায় সেই আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা।

জানা গিয়েছে, ১৩ জুলাই কলকাতায় ফিরবেন মমতা। এ বারের মুম্বই সফরে রাজনৈতিক বৈঠকও করতে পারেন তৃণমূলনেত্রী। বাজেট অধিবেশন চলাকালীন বিরোধীদের ভূমিকা এবং কীভাবে বিজেপির “জনবিরোধী নীতি” মোকাবিলা করতে হবে তা নিয়ে আলোচনা করতে এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ার এবং সেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে বসতে পারেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক