কলকাতা: পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের এই চেন্নাই সফরে বুধবার পৌঁছেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের বাড়িতে বৈঠকে বসার কথা বাংলার মুখ্যমন্ত্রীর।
সাম্প্রতিক কালে জাতীয় রাজনীতিতে বিরোধী পরিসরে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অনেকখানি বেড়েছে। বিজেপির বিরোধী প্রধান মুখ যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই, সেই কথা বার বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের নেতারা। ত্রিপুরা, গোয়ায় দলীয় সংগঠন তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে মমতা-স্টালিন বৈঠক ঘিরে স্বাভাবিক ভাবেই জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক মহলের স্পষ্ট ইঙ্গিত, বৈঠকের মূল আলোচ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। বরাবরই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার পক্ষে সওয়াল করে এসেছেন মমতা। অন্য দিকে, অতীত বলছে, বিজেপি-বিরোধিতায় বার বার মমতার পাশে দাঁড়িয়েছেন ডিএমকে প্রধান। রাষ্ট্রপতি নির্বাচনের আগেও তাঁদের মধ্যে একপ্রস্ত কথা হয়। স্বাভাবিক কারণেই মমতা-স্টালিনের এই বৈঠক ঘিরে জোর চর্চা দেশের রাজনৈতিক মহলে।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি-বিরোধিতার প্রশ্নে ২০২৪-এর আগে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলকে এক অক্ষে বেঁধে এগোতে চাইছে ডিএমকে। চেন্নাইয়ে ঝটিকা সফর উপলক্ষে তৃণমূল নেত্রী সেই বিরোধী অক্ষেরই মহড়া সেরে ফেলেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: বিস্ফোরণের সঙ্গে আগুন লেগে গেল ডানলপের বহুতলে, এলাকায় আলোড়ন