শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের প্রস্তুতি আরও এগিয়ে যাচ্ছে। সোমবার নিউটাউনের দুর্গা অঙ্গনে শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ওই মন্দিরের শিলান্যাস কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি বলেন, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই আমরা মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। জমি আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনই মনে মনে ঠিক করে ফেলেছি।”
চলতি বছরের অক্টোবর মাসে উত্তরবঙ্গ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্ধারিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের অনুযোগ শুনেছেন। সেই সফরের মাঝেই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেন তিনি এবং পরবর্তীতে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করার কথাও ঘোষণা করেন। তিনি তখন বলেন, “শিলিগুড়ির ডিএমকে একটি জমি দেখতে বলেছি। সেখানে একটি কনভেনশন সেন্টার হবে। তার পাশেই মহাকাল মন্দির তৈরি করা হবে। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। হয়তো একটু সময় লাগবে, একটি ট্রাস্ট বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”
সোমবারের শিলান্যাস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ট্রাস্টের একটি মিটিং করে বাকি কাজগুলো শুরু করা হবে এবং প্রয়োজনীয় তহবিল জোগাড়ও হয়ে গেছে। তিনি বলেন, “আমি বাজে কথা কম বলি।” মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, দিঘায় জগন্নাথদেবের মন্দিরের পরে দুর্গা অঙ্গনের নির্মাণের কথা ছিল, এবং সোমবার সেই শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এই মহাকাল মন্দিরের কাজ আগামী ২ বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে।
শিলিগুড়িতে মন্দির নির্মাণের ঘোষণায় স্থানীয় মানুষ ও ধর্মীয় মহল উৎসাহিত, পাশাপাশি এটি এলাকার পর্যটন ও অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।