‘দায় নেবে না সরকার’, নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন মমতা

নিয়োগ দুর্নীতিতে একের পর এক দলীয় নেতার গ্রেফতারি। ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের। সেই প্রসঙ্গে মুখ খুলে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করার পাশাপাশি দলীয় নেতৃত্বকেও স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহের প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, নিয়োগ দুর্নীতিতে দোষীদের কোনো দায় নেবে না তাঁর সরকার। এমনকী তাঁর দল তৃণমূলও এঁদের কোনো দায়ভার নেবে না। গাজোল কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে এভাবেই দল ও সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মমতা। সেই সঙ্গে তিনি আদালতের কাছে ‘ন্যায় বিচার’ আশা করেছেন।

নাম না করে দলের প্রাক্তন নেতার উপর নিয়োগ দুর্নীতির দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি একদিকে খুশি কয়েকটা ডাকাত-গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। এরাই নিয়োগে বেনিয়ম করেছে। পুরুলিয়া জেলার কোটা কেটে দেওয়া হয়েছিল। পুরুলিয়ার কোনও ছেলে মেয়ে চাকরি পাচ্ছিল না। মাননীয় আদালতকে দু’পায়ে প্রণাম করে বলব এটা একবার খোঁজ নিয়ে দেখুন। অন্যরা দোষ করলেও শাস্তি পাবে। কিন্তু, একজন বিশারদের মতো বলছে ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা না দিতে। যেন নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন।’

একই সঙ্গে তিনি বলেন, ‘আশা করি, ন্যায় বিচার হবে। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা নেব না।’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক