উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন মালবাজারে বিসর্জন বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে

শিলিগুড়ি: আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে বেরিয়ে ১৭ অক্টোবর মালবাজার যেতে পারেন মুখ্যমন্ত্রী। দশমীর বিসর্জনে মাল নদীতে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে, তারই রেশ ধরে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে সূত্রের খবর।

মালনদীতে বিসর্জনের সময় হড়পা বানের কারণে ৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকেই। নিহতদের পরিবারের সঙ্গেও মমতা কথা বলতে পারেন। পরের দিন, অর্থাৎ ১৮ অক্টোবর মালবাজারে এক প্রশাসনিক বৈঠক হওয়ার কথা।

পরেরদিন অর্থাৎ ১৯ তারিখ শিলিগুড়িতে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কথা। তবে এখনও পর্যন্ত ১৯ তারিখের কর্মসূচি ছাড়া মুখ্যমন্ত্রীর সফরসূচি সম্পর্কে জেলা প্রশাসনের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, বিজয়া দশমীর দিন মালবাজারে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। সেই বিসর্জন দেখতে সাধারণ মানুষ ভিড়ও জমিয়েছিলেন। কিন্তু হঠাৎই সেখানে হড়পা বান আসে। সেই বিপর্যয়ের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। শহরে এই মর্মান্তিক ঘটনার পর অনেকেই শোকগ্রস্ত। ধারণা করা হচ্ছে, হয়তো বিসর্জন বিপর্যয়ের পর মানুষের পাশে থাকতে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মালবাজারে আসতে পারেন। যদিও প্রতিনিধি দলের জেলা শাসক বা জেলা পুলিশ সুপার এখনই এ নিয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন: মেট্রোর কাজে বউবাজারে ফের ১০টি বাড়িতে ফাটল, পথে নামলেন আতঙ্কিত বাসিন্দারা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক