অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী!

কলকাতা: আগামী ৩১ জানুয়ারি বোলপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, ওই সফরে সম্ভবত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

জমি দখল এবং একই সঙ্গে অমর্ত্যর নোবেল প্রাপ্তির সত্যতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্বভারতীর জমি দখল করে আছেন বলে অভিযোগ তুলে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে একাধিক চিঠি পাঠিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এর মধ্যেই আবার অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি ঘিরেও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে অমর্ত্যকে। ক’দিন আগেই স্পষ্ট করে জানিয়ে দেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তাঁর এ ধরনের মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই বিভিন্ন ইস্যুতে তাঁকে বিঁধছেন বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বভারতীর উপাচার্যের পদক্ষেপ।

সেই আবহে অমর্ত্যর শান্তিনিকেতনের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বর্তমান প্রেক্ষিতে নোবেলজয়ীকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলছে, সেই আবহে তাঁকে পাশে থাকার বার্তা দিতে পারেন মমতা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে