বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: উত্তরবঙ্গে কপ্টার কাণ্ডে চোট পাওয়ার পর বাড়িতেই টানা ফিজিওথেরাপি চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোমরে এবং বাঁ পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, বাঁ পায়ে চোট আছে। অস্ত্রোপচারের প্রয়োজন। বৃহস্পতিবার তাই এসএসকেএম হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী।

২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাঁ পা ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে আনা হয়। সেখানে এমআরআই করে দেখা যায়, বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী।

এর পর থেকে বাড়িতেই নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি শুরু হয়েছে। প্রতি দিন চার ঘণ্টা করে চলছে ওই থেরাপি। এসএসকেএম থেকে ফিজিওথেরাপিস্ট প্রতি দিন বাড়িতে গিয়ে সেই থেরাপি দিচ্ছেন। চিকিৎসকেরাও তাঁকে কালীঘাটের বাড়িতে গিয়ে পরীক্ষা করছেন।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য তৈরি হয়েছে। বুধবার সকালে তাঁরা একপ্রস্থ নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছেন। অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও হৃদরোগ বিশেষজ্ঞ দুই চিকিৎসক গোটা বিষয়টি খতিয়ে দেখেন। প্রয়োজনে অর্থোপেডিকের বিভাগীয় প্রধান-সহ দুই চিকিৎসককে থাকতে বলা হয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে