আগামী ৬ মে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে আয়োজিত হবে প্রশাসনিক সভা। সেই সভা থেকেই একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
সম্প্রতি ওয়াকফ আইন ঘিরে অশান্ত মুর্শিদাবাদে একাধিক পরিবার ঘরছাড়া হয়েছে, নষ্ট হয়েছে বহু ঘরবাড়ি। নিহত হয়েছেন এজাজ আহমেদ নামক এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর সফরে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।
বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, এত বড় ঘটনার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যাচ্ছেন না। সেই প্রশ্নের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েলেন, ‘ঠিক সময়ে যাব’, এবং এবার তাঁর সেই সফর কার্যকর হতে চলেছে।