নেপাল প্রসঙ্গে এখনই মন্তব্য নয়, সীমান্তে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

নেপালের অস্থির পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি মন্তব্যে তিনি অনীহা প্রকাশ করেছেন। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, “নেপাল আমার দেশ নয়। এই নিয়ে মন্তব্য করতে পারি না। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালবাসি। এখন ভারত সরকার কিছু বললে তবে কিছু বলব।”

উল্লেখযোগ্যভাবে, নেপালে যুবসমাজের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। ইতিমধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাজধানী কাঠমান্ডু কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা এই প্রসঙ্গে জানান, ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন উত্তরবঙ্গের শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, “শিলিগুড়ি, কালিম্পঙে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে নেপালের সঙ্গে। সেখানে শান্তি বজায় রাখতে হবে।”

মমতার বক্তব্যে স্পষ্ট, নেপালের পরিস্থিতি নিয়ে আপাতত কোনও অবস্থান নেবে না রাজ্য সরকার। কেন্দ্রের অবস্থান জানার পরেই সে বিষয়ে মতামত জানাবেন তিনি।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের