Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
একশো দিনের কাজে কেন্দ্রের টাকা বন্ধ, বিস্ফোরক অভিযোগ মমতার - NewsOnly24

একশো দিনের কাজে কেন্দ্রের টাকা বন্ধ, বিস্ফোরক অভিযোগ মমতার

খড়্গপুর: গত কয়েক বছরে একশো দিনের কাজের প্রকল্পে একাধিক ক্যাটেগরিতে কেন্দ্রের কাছ থেকে প্রথম পুরস্কার জিতেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এখন সেই প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার খড়্গপুর স্টেডিয়ামে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের একটি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তার পর বক্তৃতা করার সময় দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল, তাই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।

এই একশো দিনের বকেয়া টাকা মেটানোর দাবিতে বিভিন্ন সময় না কর্মসূচি নিতেও দেখা গিয়েছে তৃণমূলকে। এর আগে একাধিকবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন খোদ মুখ্যমন্ত্রী। এ দিন তিনি বলেন, “আমার ঘরে মোটা ভাত ভাই, তাই নিয়েই এগিয়ে যাব”।

তবে রাজ্য বিজেপির দাবি, একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে। তাই টাকা বন্ধ করেছে কেন্দ্র। এ দিকে, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে মমতার এই অভিযোগ।

প্রসঙ্গত, কেন্দ্র টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ওই প্রকল্পের শ্রমিকদের রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে কাজ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই নির্দেশের পর দফায় দফায় বিভিন্ন দফতরের কাজের ব্যবস্থা করা হয়েছে। জবকার্ডধারীদের নথি ধরেই কাজের ব্যবস্থা করছে দফতরগুলি।

আরও পড়ুন: হতাশ হওয়ার দরকার নেই, অনেক সুযোগ আসছে, চাকরিপ্রার্থীদের বড়োসড়ো আশ্বাস মুখ্যমন্ত্রীর

Related posts

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের

ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি