অনুব্রতকে জেলে আটকে রেখে ভোটে সুবিধা করতে পারবে না বিজেপি, বার্তা মমতার

কলকাতা: নেতাজি ইন্ডোরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্পষ্টত জানিয়ে দিলেন, “কেষ্টকে আটকাতে পারবেন না”।

গোরু পাচার কাণ্ডে জেল হেফাজতে থাকা অনুব্রতকে নিয়ে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূলনেত্রী। তাঁর দাবি, “প্রতিটা ভোটে কেষ্টকে নজরবন্দি করে রেখে দেয়। তাতে কি তাকে আটকাতে পেরেছে। ভাবছেন কী, কেষ্টকে জেলে বন্দি করে রেখে লোকসভা আসন জিততে পারবে? ও গুড়ে বালি”।

বীরভূমের বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, আর যাঁরা বীরভূম থেকে এসেছেন, তাঁদের উদ্দেশে মমতা বলেন, “যত দিন না কেষ্ট ফিরে আসছে, লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনবেন। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি”।

বিরোধীদের কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “কত বড়ো বড়ো সব নেতা… কল্যাণ কল্যাণের ভাষায় বলেছে। আমি তো ও সব ভাষায় বলতে পারি না। ওরা জানে না, কেটে দিয়ে রাজনীতি হয় না, ছেঁটে দিতে হয়”। এ দিনের বক্তৃতায় আবার একবার বামেদের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা। তাঁর দাবি, “৩৪ বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না। চাইলে সবকটাকে ধরে জেলে ভরতে পারতাম। কিন্তু তা করিনি”।

আরও পড়ুন: আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোট বিজেপি-কে যোগ্য জবাব দেওয়ার লড়াই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন