Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'চাইলে গুলি চালাতে পারত পুলিশ', নবান্ন অভিযানে 'গুন্ডামি' নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার - NewsOnly24

‘চাইলে গুলি চালাতে পারত পুলিশ’, নবান্ন অভিযানে ‘গুন্ডামি’ নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার

কলকাতা: নবান্ন অভিযানের নামে পথে নেমে ‘গুন্ডামি’ করেছে বিজেপি। পুলিশ যথেষ্ট ‘সংযত’ ছিল। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার দিনভর ধুন্ধুমার দেখেছে শহর কলকাতা এবং হাওড়া। দলবেঁধে রীতিমতো পুলিশের উপর চড়াও হতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক বৈঠক সেই নিয়ে এ বার তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “ট্রেন ভাড়া করে, এমনকী বাইরে থেকে অন্য রাজ্যের লোক নিয়ে এসে গুন্ডামি করেছে। বোমা মারছে। ইট ছুড়ছে। গন্ডগোল করছে। অনেক পুলিশ আহত হয়েছে। এরা গুন্ডামি করার জন্য়ই নিয়ে এসেছিল। আন্দোলন করতে তো আমরা বাধা দিইনি। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে। এথানে কোনো দ্বিমত নেই। কিন্তু আন্দোলনের নামে ব্যাগে করে বোম নিয়ে আসব। বন্দুক নিয়ে আসব। মাথা ফাটিয়ে দেব। এটা তো ঠিক নয়”।

পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন, “অনেক পুলিশকর্মী আহত হয়েছেন। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় আহত হয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন> ওরা কী ভাবে মেরেছে! ওর অপারেশন করাতে হবে! কিন্তু তার পরেও পুলিশ গুলি চালায়নি”।

তিনি আরও বলেন, “পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু সেটা কাম্য নয়। পুলিশ সংযত ভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। আন্দোলনের নামে বেআইনি কার্যকলাপ বরদাস্ত নয়। সমাজবিরোধীমূলক রাজনীতি করলে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে”।

আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাড়ি বুলডোজার পাঠালে কেমন হতো? নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংস নিয়ে কড়া প্রতিক্রিয়া মহুয়ার

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের