ডিভিসি বারবার না জানিয়ে জল ছাড়ছে, আর তার ফলেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে—এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমি প্রধানমন্ত্রীকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনও কাজ হয়নি। ডিভিসি কারও কথা শুনছে না।”
তিনি জানান, ১৮ জুন থেকে ডিভিসি এখনও পর্যন্ত ২৭ লক্ষ হাজার কিউসেক মিটার জল ছেড়েছে। কোনও পূর্ব সতর্কতা ছাড়াই এই জল ছাড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘাটাল, খানাকুল, ঝাড়গ্রাম-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
বন্যা মোকাবিলায় রাজ্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিশেষ নজরদারির জন্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে তিনজন সচিব, ডিএম ও এসপি পর্যবেক্ষণ চালাবেন। নবান্নে খোলা হচ্ছে কন্ট্রোলরুম, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই নজরদারি করবেন।
স্বাস্থ্যদপ্তরকে দুর্গত এলাকায় ওষুধ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। খুলেছে ত্রাণ শিবির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে বলেই আশাবাদী তিনি।
এই কঠিন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “দলমত নির্বিশেষে পাশে দাঁড়ান। প্রশাসনের কাজে বাধা দেবেন না।” সংবাদমাধ্যমকে উদ্দেশ করে বলেন, “গুজব নয়, পজিটিভ খবর করুন।”