মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয়কে নিয়ে বড়ো বার্তা মমতার, জেলায় সংগঠন সামলাতে রথীনদের নির্দেশ

কলকাতা: বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। বৈঠক থেকে ফের একবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “বালুকে ফাঁসানো হয়েছে”। পাশাপাশি, রথীন ঘোষ-সহ জেলার অন্য মন্ত্রীদের দলীয় সংগঠন দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালুকে (জ্যোতিপ্রিয় মল্লিক) ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তোমরা উত্তর ২৪ পরগনার সংগঠনটা দেখো।”

উত্তর ২৪ পরগনা জেলা থেকে যারা মন্ত্রী আছেন, তাঁদের উদ্দ্যেশ্য করেই মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। দলের বেশ কয়েকজন নেতাকে উত্তর ২৪ পরগনার সংগঠনকে আরও সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রাত্য বসু,পার্থ ভৌমিক, রথীন ঘোষদের সেই দায়িত্ব দিয়েছেন তিনি। মমতা বলেন, “কালীপুজোর সময় তোমরা জেলাতেই থেকো। এলাকাকে গুরত্ব দিতে হবে। উত্তর ২৪ পরগনায় অনেক কালীপুজো হয়। তোমরা দেখে নিও।”

এদিকে জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের মেয়াদ বেড়েছে। কবে জামিন হবে সে বিষয়েও এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে তৃণমূলনেত্রী বরাবরই তাঁর পাশে রয়েছেন। এর আগেও জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়ে মমতা দাবি করেছেন, রেশন দুর্নীতি শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক