ঝাড়গ্রাম: বুধবার ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহারের অভিযোগ তুলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ঝাড়গ্রামে এই নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামের হেলিপ্যাড থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিজেপি নেতা দিলীপ ঘোষের দলিলের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিলীপের নাম না করে তাঁর প্রশ্ন, কেন এ ক্ষেত্রে বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে না?
বিজেপি-কে নিশানায় রেখে মমতার অভিযোগ, “এঁরা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত, উন্নয়নে নজর নেই। বিজেপির চোখ মাটিতে নেই, আকাশে রয়েছে। ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করছে”।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু এ বার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এ ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?’’
আরও পড়ুন: দুয়ারে শীত! নামছে তাপমাত্রার পারদ