প্রথম পাতা খবর জাতীয় কৃষক দিবসে আবারও কৃষকদের পাশে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

জাতীয় কৃষক দিবসে আবারও কৃষকদের পাশে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

640 views
A+A-
Reset

ওয়েবডেস্কঃ নিজের দলের পাঁচ সাংসদ, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ‍্যোপাধ‍্যায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায় ও নাদিমুল হককে দিল্লিতে অনশনরত কৃষকদের কাছে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। কৃষকদের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। National Farmers Day বুধবার একটি টুইটও করেছেন মমতা। মমতার নির্দেশ মেনেই এদিন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের কাছে যান তৃণমূলের ৫ সাংসদ। সাংসদদের ফোন থেকে আন্দোলনরত কৃষকেরা কথাও বলেন মমতার সঙ্গে। ফোনে কৃষকেরা কী বললেন মমতাকে? মমতাকে তাঁদের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন কৃষকেরা। প্রসঙ্গত, চলতি মাসের একেবারে শুরুতেই কৃষক আন্দোলন নিয়ে প্রথম কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিনই মুখ‍্যমন্ত্রীর নির্দেশে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের কাছে যান ডেরেক। সেদিনই প্রথম ডেরেকের ফোন থেকেই মমতার সঙ্গে কথা বলেন কৃষকেরা। তার পরে ফের আজ মমতা আবার কৃষক আন্দোলন নিয়ে বার্তা দিলেন। কৃষকদের অনুরোধে মমতা জানিয়েছেন, তিনি কৃষকদের পাশেই আছেন। শুধু তাই নয়, মমতা বলেছেন, যাঁরা দেশের মানুষকে অন্ন জোগান, আজ তাঁদেরই অনশনে থাকতে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।

ডেরেক আন্দোলনরত কৃষকদের জানিয়েছেন, মমতা বরাবরই কৃষকদের সঙ্গে আছেন। কৃষকদের জন্য তিনি ২৬ দিন অনশন করেছিলেন। এটা ঐতিহাসিক ঘটনা। এ দিকে আজকের ঘটনার পরে রাজনৈতিক বিশ্লেষকদের মত, সিঙ্ঘু সীমান্তে নিজের দলের সাংসদদের পাঠানো, কৃষকদের সঙ্গে ফোনালাপ এবং জাতীয় কৃষক দিবস নিয়ে মমতার টুইটের পরে কৃষক আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গের দিক থেকেও রাজনৈতিক চাপ ক্রমশ জোরদার হতে পারে। এই ইস‍্যুতে বিজেপিকে ক্রমশ কোনঠাসা করবেন মমতা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.