ওয়েবডেস্কঃ পড়ুয়াদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই রাজ্যে খুলতে চলেছে আরও একটি নতুন বেসরকারি মেডিক্যাল কলেজ। রাজারহাট-নিউটাউন এলাকায় এই কলেজ স্থাপনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক কথা হয়ে গিয়েছে বেলভিউ কর্তাদের। বেলভিউ হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, মেডিক্যাল কলেজ তৈরি করার জমিও পছন্দ হয়ে গিয়েছে। অক্টোবর মাসেই রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হয়েছে ব্যাচের। পাশাপাশি দুর্গাপুরের গৌরীদেবী মেডিক্যাল কলেজেও আরও ১৫০টি এমবিবিএস আসন বাড়ানো হয়েছে। এবার দেশের অন্যতম উন্নত পরিষেবা প্রদানকারী বেলভিড হাসপাতাল গোষ্ঠী মেডিক্যাল কলেজ খুললে, তা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে নিঃসন্দেহে নতুন পালক যোগ করবে। এদিকে, ২০২২-এই প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং-এর প্রথম ব্যাচ থেকে নতুন ৬০০ নার্স পাবে রাজ্য। কোভিড আবহে চিকিৎসক এবং নার্সদের চাহিদা সর্বত্র। শুধু হাসপাতাল নয়, সেফহোমগুলিতেও প্রয়োজন পরছে নার্সের। প্রতি বছর নতুন ব্যাচ পাস করে বেরলে নার্সের চাহিদা অনেকটাই মিটবে বলে জানিয়েছেন বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত এবং ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের ছাড়পত্র প্রাপ্ত এই কলেজে নতুন বছরের অ্যাডমিশনও হয়ে গিয়েছে।
পাশাপাশি, রাজারহাট নিউটাউনে দু’টি নতুন হাসপাতাল খুলতে চলেছে বেলভিউ গোষ্ঠী। ১ এপ্রিল ২০২২ থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে ১৬৪ বেডের এই হাসপাতাল। অন্যদিকে হিডকোর পিছনে ২ একর জমিতে তৈরি হতে চলেছে বেলভিউ ক্লিনিক মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল। বেলভিউ সিইও জানিয়েছেন, পূর্ব ভারতের অন্যতম সেরা মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল হবে এটি। আর্ন্তজাতিক মানের যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে বিদেশ থেকে। নিয়ে আসা রাজারহাট নিউটাউনে ক্রমশ বাড়ছে বসতি। দুই হাসপাতাল তৈরি করতে ৫০০ কোটি টাকা খরচ হচ্ছে। ১১ তলা এই মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের ৮ তলা থাকবে মাটির উপরে। সার্ভিস ফ্লোরকে চারটি তলায় ভাগ করা হবে।