ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। রাজ্যজুড়ে ‘এনুমারেশন ফর্ম’ বিলি শুরু করেছে নির্বাচন কমিশন, এমন সময় বৃহস্পতিবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ঘিরে নতুন চাঞ্চল্য।
তিনি স্পষ্ট জানিয়েছেন,“যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।”
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসার (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম বিলি করছেন। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সংলগ্ন দফতরেও পৌঁছেছিলেন সংশ্লিষ্ট বিএলও।
তিনি মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে সেখানে উপস্থিত ভোটারদের সংখ্যা জেনে তদনুযায়ী ফর্ম দিয়ে গিয়েছিলেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।”
তবে তিনি একই সঙ্গে দাবি করেন, “আমি নিজের হাতে কোনও ফর্ম গ্রহণ করিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”