শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর খোলা চিঠিতে, সরাসরি আক্রমণ আরএসএস ও বিজেপিকে

কলকাতা: চার পাতার খোলা চিঠিতে রাজ্যবাসীকে শান্তি ও সংহতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, প্রথমবারের মতো সরাসরি নিশানায় রাখলেন আরএসএস-কে।

চিঠিতে মমতা লেখেন, ‘‘বিজেপি ও তার সঙ্গীরা, যার মধ্যে রয়েছে আরএসএস, পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে। এরা মিথ্যা ও সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে।’’

রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের ভাবনায় ঐক্যের ডাক দিয়ে মমতা বলেন, ‘‘দাঙ্গাবাজেরা হিন্দু বা মুসলিম নয়, তারা দুর্বৃত্ত। কাউকে রেয়াত করা হবে না।’’

রামনবমীর দিনে শান্তিপূর্ণ আয়োজনের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এ নিয়ে পুলিশের ভূমিকা উল্লেখ করে জানান, ইতিমধ্যেই দুই অফিসারকে সরানো হয়েছে, আরও পদক্ষেপ চলবে।

চিঠিতে মমতা তুলনা টানেন উত্তরপ্রদেশ, রাজস্থান, মণিপুর, অসম ও ত্রিপুরার সঙ্গে, যেখানে প্রতিবাদ ‘বুলডোজ়’ করা হয় বলেই তাঁর অভিযোগ।

সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারত ভাগ্য বিধাতা’র স্তবক দিয়ে রাজ্যবাসীকে একজোট থাকার আহ্বান জানিয়েছেন মমতা।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস