শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার অসম্মানের বিরুদ্ধে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ আগস্ট রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। মিছিলে অংশ নেবেন আদিবাসী সম্প্রদায়, বিজেপি-বিরোধী বিভিন্ন সংগঠন, সমাজের বিদ্বজ্জন ও জঙ্গলমহলের সাধারণ মানুষ।
বুধবার বিধানসভা ভবনে এই কর্মসূচি ঘিরে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের তৃণমূল সভাপতি দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্ব। মিছিলের রূপরেখা ও কর্মসূচি পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতিতে একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন ফিরহাদ হাকিম।
বিধায়ক দেবনাথ হাঁসদা জানান, মুখ্যমন্ত্রীর সফরে ভাষা আন্দোলনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক ও আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত মিছিলের পরিকল্পনা হলেও প্রয়োজনে রুট পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে বারবার আক্রমণের অভিযোগ উঠছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি সন্দেহে মারধর, লুটপাট, এমনকি পরিচয়পত্র কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কলকাতা ও শান্তিনিকেতনে প্রতিবাদ মিছিল করেছেন। এবার ঝাড়গ্রাম থেকে বাংলাভাষার মর্যাদা রক্ষায় তাঁর তৃতীয় মিছিল হতে চলেছে।