‘কেন্দ্রের অপেক্ষা নয়, রাজ্যই শুরু করেছে পুনর্নির্মাণ’: উত্তরবঙ্গে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ফের সেখানকার পরিস্থিতি পর্যালোচনায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সাহায্যের জন্য বসে নেই রাজ্য সরকার, বরং নিজের উদ্যোগেই শুরু হয়েছে পুনর্নির্মাণের কাজ।

মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে একটি রিভিউ মিটিং করতে হবে। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রতিটি পরিবারের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, “দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, যাতে মানুষের কোনও অসুবিধা না হয়। রোহিণী এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। মিরিকের যে সেতুটি ভেঙে পড়েছিল, সেটি আগামী ৭–৮ দিনের মধ্যে মেরামত হয়ে যাবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় যারা ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। অনেকের নথিপত্র নষ্ট হয়েছে, সেগুলি পুনর্নির্মাণে প্রশাসনিক সাহায্য দেওয়া হবে। পাড়ায় পাড়ায় ‘সমাধান’ কর্মসূচির মাধ্যমেও মানুষের সমস্যা মেটানো হবে।”

তিন দিন আগে উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। ফের রবিবারই তিনি রওনা দিলেন আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে।

Related posts

প্রণম্য এক ঐতিহাসিক মুহূর্ত

দুর্গাপুরে মেডিক্যাল কলেজকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩, চলছে জেরা, ড্রোন উড়িয়ে তল্লাশি

বর্ষা বিদায়ের পালা শুরু! সোমবার থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রাজ্যের অধিকাংশ জেলায়