মোদী সরকার ‌টিকবে না, ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে: মমতা

কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আজ, রবিবার সন্ধ্যায় তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। তার কয়েক ঘণ্টা আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। কারণ, তিনি মনে করেন, বিজেপির নেতৃত্বাধীন এই এনডিএ সরকার বেশি দিন টিকবে না।

এ বারের লোকসভা নির্বাচনে আগের দুই বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। ২৪০ আসনেই থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। স্বাভাবিক ভাবেই সরকার গঠন করতে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুদের উপর একটু বেশি নির্ভর করতে হচ্ছে মোদীকে।

এ দিকে, শনিবার দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, শেষ পর্যন্ত কেন্দ্রে সরকার গড়বে ‘ইন্ডিয়া’। তাঁর কথায়, ‘‘ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।’’

মমতা আরও বলেন, ‘‘এটা আপনারা কেউ ভাববেন না যে, ‘ইন্ডিয়া’ এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না। আমরা অপেক্ষা করছি। কারণ, মোদীকে কেউ চায় না। এই দেশ পরিবর্তন চায়। এত বড় হারের পর ওঁর উচিত ছিল পদত্যাগ করা। আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম, পদে থাকতাম না।’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন