প্রথম পাতা খবর বড়দিনের আগেই বাংলায় বিনিয়োগ করবে স্পেনের সংস্থা, মাদ্রিদ সফরের দ্বিতীয় দিনে সুখবর মমতার

বড়দিনের আগেই বাংলায় বিনিয়োগ করবে স্পেনের সংস্থা, মাদ্রিদ সফরের দ্বিতীয় দিনে সুখবর মমতার

437 views
A+A-
Reset

লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিনেই সেখান থেকে সুখবর শোনালেন তিনি। এবছর বড়দিনের আগেই বাংলায় বস্ত্রশিল্পে বিনিয়োগ আসছে বলে জানালেন। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন তিনি।

স্পেন যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিনিয়োগ এবং লগ্নি টানতেই একান্ত এই সফর। বৃহস্পতিবার মাদ্রিদে বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই ট্যুইটবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতে প্রথমে সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি পোস্ট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাতে লেখেন, ‘মাদ্রিদ। বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠকে মুখ্যমন্ত্রী’। এর কিছু ক্ষণ পর মমতা নিজেই বৈঠকের ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানালেন, “স্পেনের অন্যতম বড় টেক্সটাইল সংস্থা Tempe Grupo Inditex (Zara) এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী। চলতি বছরে বড়দিনের আগেই এই সংস্থা উৎপাদন শুরু করতে পারে। Tempe এবং এর সহযোগী সংস্থাগুলির জন্য খুব ভাল জায়গায় ১০০ একরের জমি তুলে দেওয়া হতে পারে। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য আরও ভাল দিক উন্মোচন করার ইঙ্গিত দেয়।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.