Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'হয় বাংলার টাকা দাও, নইলে গদি ছাড়ো', আলিপুরদুয়ারের সভায় হুঙ্কার মমতার - NewsOnly24

‘হয় বাংলার টাকা দাও, নইলে গদি ছাড়ো’, আলিপুরদুয়ারের সভায় হুঙ্কার মমতার

রবিবার আলিপুরদুয়ারের সভায় ফের বকেয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র। ১০০ দিনের টাকা আপনাকে দিতেই হবে, আমি দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছি।’ একই সঙ্গে মমতার হুঙ্কার, ‘হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো।’

এ দিন আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে বন্ধ চা-বাগানের শ্রমিকদের জন্য ১৫০০ টাকা করে ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বন্ধ চা বাগানের শ্রমিকদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে সরকার। এটা তাড়াতাড়ি করতে হবে। এমাস থেকেই চালু করতে হবে। সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জল। সমস্ত চা শ্রমিককে পাট্টা দেবে তাঁর সরকার। সঙ্গে বাড়ি করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে চা শ্রমিকদের।’

মমতা বলেন, ‘এলাকার শ্রমিক মানুষ ভালো থাকুন। আমাদের কন্যাশ্রীরা ভালো থাকুন। আপনাদের সঙ্গে দিদি আছেন। চিন্তা করবেন না। দিদি ‘ওয়াদা’ করলে তা পুরণ করে। আমরা বিজেপির মতো নই। আপনারা তো জানানে ওরা বলেছিল ১৫ লাখ টাকা করে দেওয়া হবে। দেখুন আবার সেই নাটক চালু হবে। ওদের কথায় ভুলবেন না’।

মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘চা শ্রমিকদের বিনামূল্যে রেশন কেন্দ্র দিচ্ছে না, দিচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে দেখা করার সময় চেয়েছি। হয় বাংলার টাকা দাও। নইলে গদি ছাড়ো’।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও