কলকাতা: আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের দফায় দফায় দেশে পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে তাঁদের হাতে-পায়ে শিকল বাঁধা অবস্থায় ফেরত পাঠানোর ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বৈঠকে বক্তৃতা করার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী প্রশ্ন তুলেছেন, কলম্বিয়া যখন বিমান পাঠিয়ে তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারে, তখন কেন বিজেপি সরকার তা করতে পারল না।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারকে উচিত ছিল ভারতীয় নাগরিকদের সম্মানের সঙ্গে দেশে ফেরানোর ব্যবস্থা করা।
মমতা আরও বলেন, “নির্বাচনের সময় এলেই বিজেপি অনুপ্রবেশের কথা বলে, অথচ আমাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে শিকল বাঁধা অবস্থায় ফেরত পাঠানো হয়। যাঁরা ফিরেছেন, তাঁদের হাত ও পায়ে শিকল পরানো হয়েছিল। কেন? এটা দেশের জন্য লজ্জার বিষয়”।
প্রসঙ্গত, চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ফলে একাধিক ধাপে ভারতীয়দের সেনা বিমানে করে দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু তাঁদের শিকল বাঁধা অবস্থায় বিমানে তোলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ ব্যাপারে অবশ্য ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দুই দফায় আমেরিকা থেকে বিতাড়িত ২২৮ জন অবৈধ ভারতীয়দের মধ্যে থাকা মহিলা এবং শিশুদের শিকল বেঁধে বিমানে করে আনা হয়নি!
যদিও পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। যদিও এ নিয়ে মোদী সরকার কোনও মন্তব্য করেনি।