কালী পুজোর উদ্বোধনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর

জানবাজারে কালী পূজা উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

কলকাতা: কালীপুজোর উদ্বোধনে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন। তাঁর বক্তব্যে উঠে এল নির্বাচনকালীন বিভাজনের বিরুদ্ধে কড়া বার্তা। তিনি বলেন, ‘‘ভোটের সময় অনেকে বাঙালি এবং অবাঙালির মধ্যে ভাগাভাগির চেষ্টা করেন, যা একেবারেই সমীচীন নয়। বাংলায় সবাই মিলেমিশে থাকি আমরা।’’

ভবানীপুরের ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজো উদ্বোধনকালে মমতা জানান, এই এলাকাটি তাঁর বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে, যেখানে বাঙালি, গুজরাতি, মুসলমান, খ্রিষ্টানসহ নানা ধর্ম ও জাতির মানুষ একত্রে বসবাস করেন। তবে ভোটের সময়ে কিছু রাজনৈতিক দল এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। মমতা বলেন, ‘‘এটা খারাপ। বাংলার মাটিতে কেউ ধর্ম বা খাদ্যাভ্যাস নিয়ে বিচার করবে না।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলা একমাত্র জায়গা যেখানে কেউ আপনাকে প্রশ্ন করবে না আপনি কোন ধর্মের বা জাতের। এই রাজ্য সকলের, এখানে বাস করা সকলের অধিকার। বাংলা তাঁদেরই, যাঁরা বাংলার জন্য ভাবেন ও বাংলাকে ভালোবাসেন।’’

সোমবার জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইন্ডিয়া ক্লাব, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুর ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা