ডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখালো চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ আচমকাই একদল এসএসসি চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গিয়েছে, কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। রাস্তায় শুয়ে প্ল্যাকার্ড হাতে চাকরির দাবি জানাতে থাকেন।
কালীঘাট থানার পুলিশ এসে টেনে হেঁচড়ে বিক্ষোবকারীকের প্রিজন ভ্যানে তোলেন। এর পর তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: ১এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের
বিক্ষোভকারীদের দাবি, বার বার চাকরির প্রতিশ্রুতি দিলেও এখনো তাঁদের নিয়োগপত্র দেয়নি সরকার। ভোটের মুখে ফের একবার শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে তাঁর পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে দিতেই এই বিক্ষোভ। গত কয়েক মাস ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন SLST-র চাকরিপ্রার্থীরা।