এসএসকেএম হাসপাতালের উডবার্ন-২ ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ১০তলা ভবনের নাম রাখা হয়েছে ‘অনন্য’। নতুন উডবার্ন ওয়ার্ডে থাকছে ১৩১টি কেবিন।
মমতা বন্দ্যোপাধ্যায় কেবিন ভাড়ার হারও ঘোষণা করেন।
- সিঙ্গল কেবিন: ₹5,000/দিন
- সিঙ্গল স্যুট: ₹8,000/দিন
- এইচডিইউ যুক্ত শয্যা: ₹12,000/দিন
- আইটিইউ শয্যা: ₹15,000/দিন
মুখ্যমন্ত্রী জানান, এসএসকেএম কর্তৃপক্ষ ভাড়া আরও ২ হাজার টাকা বেশি ধার্য করতে চেয়েছিল। তিনি নিজে তা কমিয়ে দিয়েছেন। তাঁর দাবি, “নতুন উডবার্ন ওয়ার্ডের পরিকাঠামো অনেক বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।”
এই কর্মসূচি থেকে মমতা মোট ১৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৩টি প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে অন্যতম শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তৈরি হওয়া হাড়ের ব্যাঙ্ক। পাশাপাশি খিলাফত কমিটির উদ্যোগে নির্মিত ভবনও দূর নিয়ন্ত্রণে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এক বছর আগের সেপ্টেম্বর মাসে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র আন্দোলনে স্বাস্থ্য দফতর চাপের মুখে পড়েছিল। সোমবারের অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও উপস্থিত ছিলেন, যাঁর অপসারণের দাবিতে গত বছর আন্দোলনকারীরা সরব হয়েছিলেন। এবার সেই আন্দোলনের কোনও ছায়া ছিল না—বরং এক বছর পরে ছবিটা বদলে গিয়েছে, সেটাই পরিষ্কার হয়েছে মুখ্যমন্ত্রীর মঞ্চে।
মুখ্যমন্ত্রী এদিন স্বাস্থ্যখাতের আর্থিক উন্নতির দিকও তুলে ধরেন। তাঁর কথায়, “২০১১ সালে স্বাস্থ্যখাতে বাজেট ছিল মাত্র ৩,৬৮৪ কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে ২১,৩৫৫ কোটি টাকা। বিনামূল্যে শিশুদের হার্ট অপারেশন হচ্ছে, স্বাস্থ্যসাথী চালু হয়েছে।” তিনি আরও জানান, রাজ্যের ৮ কোটির বেশি মানুষ স্বাস্থ্যসাথীর পরিষেবা নিয়েছেন এবং দৈনিক প্রায় ৭,০০০ রোগী স্বাস্থ্যসাথীতে চিকিৎসা পাচ্ছেন।
অন্যদিকে, এসএসকেএম ‘ব্রিকস নেটওয়ার্কে’ স্থান পাওয়ায় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে আনন্দ প্রকাশ করেন এবং উদ্যাপনের জন্য ₹10 লক্ষ অনুদান ঘোষণা করেন।