প্রথম পাতা খবর মমতা-শুভেন্দুর জোড়া সভা, মঙ্গলবার সরগরম শিলিগুড়ি

মমতা-শুভেন্দুর জোড়া সভা, মঙ্গলবার সরগরম শিলিগুড়ি

383 views
A+A-
Reset

শিলিগুড়ি: আজ (মঙ্গলবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন শিলিগুড়িতে। আর সেই সভার প্রতিবাদে পাল্টা সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা। প্রশাসন সূত্রের খবর, সভা থেকে ‘কৃষকবন্ধু’ প্রকল্প ছাড়াও চাষিদের জন্য প্রকল্প-ভিত্তিক টাকা বিলি করতে পারেন মুখ্যমন্ত্রী। দেওয়া হবে চাষিদের ট্রাক্টর-সহ একাধিক সরঞ্জাম। ঘোষণা হতে পারে নতুন প্রকল্পেরও। তবে, শিলিগুড়ির যে স্টেডিয়ামে তিনি সভা করবেন, তা নিয়েই আপত্তি বিজেপির। ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে।

অন্য দিকে, একই দিনে রেলের ভিআইপি রেস্ট হাউসে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাগরিক কনভেনশন, যেখানে তিনি উত্তরবঙ্গ নিয়ে রাজ্য সরকারের ‘মুখোশ খুলে দেবেন’ বলে দাবি করেছেন। বিজেপি সূত্রে খবর, শহরের কাশ্মীর কলোনি এলাকায় রেলের সেই ভবনে পাঁচশো জনের মতো ভিড় হতে পারে। যদিও রেলের তরফে দাবি করা হয়েছে, তাদের সে ভবনে আড়াইশো জনের মতো বসার জায়গা রয়েছে।

সোমবারও একদফা বিজেপির বিক্ষোভ নিয়ে বিপাকে পড়ে পুলিশ। অনুমতি ছাড়াই প্রতিবাদ সভা করায় পুলিশ বিধায়ক সহ বিজেপি সমর্থকদের হাসমিচক থেকে সরিয়ে দেয়। তা নিয়েও ফের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকা। পুলিশের তরফে তাই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে কোথাও কোনও গোলমাল বা সভার মধ্যে কোনওভাবে তাল না কাটে তার জন্য তটস্থ পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.