‘ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র’, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

শুক্রবার মুর্শিদাবাদে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভা থেকে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করে তাঁর অভিযোগ, নদী ভাঙন রোধেও টাকা দিচ্ছে না কেন্দ্র।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অব্যাহত ভয়াবহ ভাঙন। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। গিলে খাচ্ছে জমি বাড়ি। এ দিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেন্দ্র ভাঙন রোধে টাকা না দিলেও রাজ্য ইতিমধ্যেই বহু টাকা খরচ করে কাজ করেছে”। তিনি ঘোষণা করেন, ভাঙন রোধে ১০০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

একই সঙ্গে বকেয়ার দাবিতে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “ভাঙন রোধ রাজ্য নয়, কেন্দ্রের বিষয়। তবুও টাকা দিচ্ছে না, আটকে রেখেছে। গঙ্গা ভাঙন রোধ ও এলাকা উন্নয়নের জন্য বরাদ্দ ৭০০ কোটি টাকা এখনও দেয়নি। আবাস থেকে একশো দিনের টাকা সবই আটকে রেখেছে। আমাদের প্রাপ্য টাকার কিছুই দিচ্ছে না। তাও আমরা রাজ্যের কোষাগার থেকে হাজার কোটি টাকা দেয়নি”।

এ প্রসঙ্গেই কেন্দ্রকে নিশানা করে তাঁর অভিযোগ, “ওরা শুধু রাজনীতি করে, প্ররোচনা নিয়ে মাথা ঘামায়, যদি মাথাটা সঠিক কাজে ব্যবহার করত, তাহলে এই প্রকৃতি, রূপসী বাংলার রূপ আরও খুলত। চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনো টাকা দেবে না কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না”।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে