মহুয়া মৈত্রর সমর্থনে আজ কৃষ্ণনগরে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: আসন্ন লোকসভা ভোটের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাথার চোট সারিয়ে কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তিনি। রবিবার (৩১ মার্চ) মহুয়া মৈত্রর কেন্দ্র কৃষ্ণনগরের অধীন ধুবুলিয়ায় সভা করবেন মমতা।

সম্প্রতি বাড়িতে হাঁটার সময় পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন মমতা। যা নিয়ে তৃণমূলের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত চোট সারিয়ে ভোটের মাঠে নামছেন তিনি। কৃষ্ণনগরের ভোট চতুর্থ দফায়, ১৩ মে। সেখান থেকেই প্রচার শুরু করছেন মমতা। এই কেন্দ্রে কৃষ্ণনগর রাজবাড়ির ‘রানি’ অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি।

কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করার পরের দিন মমতার গন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় হিসাবে পরিচিত বহরমপুর। আগামী ১ এপ্রিল বহরমপুর স্টেডিয়ামে একটি সভা করার কথা রয়েছে তাঁর। বহরমপুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল।

পর পর এই দুই সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কৃষ্ণনগরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তখনও তৃণমূল, বিজেপি কেউই আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করেনি। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন