অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এবার লন্ডন সফরে যাচ্ছেন। আগামী ২১ মার্চ তিনি কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন। তবে তাঁর ভাষণের বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এর আগে ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে তাঁর ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় লন্ডন সফর। এর আগে ২০১৫ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দল নিয়ে লন্ডন গিয়েছিলেন। সেই সফরে তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সুগত বসু, ডেরেক ও’ব্রায়েন ও অভিনেতা দেব। সেই সময় তিনি বাকিংহাম প্যালেসও পরিদর্শন করেছিলেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক