বাংলা ভাষার উপর ‘আক্রমণ’-এর প্রতিবাদে আজ ঝাড়গ্রামে পথে নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা ও বীরভূমে একই ইস্যুতে মিছিল করেছেন তিনি। মঙ্গলবার আরামবাগ ও ঘাটালের প্লাবিত এলাকা ঘুরে দেখে মেদিনীপুর সার্কিট হাউসে রাত কাটান মুখ্যমন্ত্রী। আজ ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় থেকে শুরু হবে মিছিল। মিছিলে অংশ নেওয়ার পর একই স্থানে এক প্রতিবাদ সভায় বক্তৃতা রাখবেন তিনি।
রাজ্য জুড়ে এই ইস্যুতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামের কর্মসূচিকে ঘিরে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।