কলকাতা: সোমবার নিজের কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তীর্ণ প্রেক্ষাগৃহে বিধানসভা কেন্দ্রের ৮টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে এই অনুষ্ঠান হবে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার ছাড়াও ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন।
তবে বিজয়া সম্মেলনী হলেও ভবানীপুরে মুখ্যমন্ত্রীর এই সম্মেলনের রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কারণ ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিজের বিধানসভা এলাকার ভোটারদের সামনেও এবার সেই অভিযোগে সরব হতে পারেন মমতা।
কেন্দ্রীয় সরকারের লাগাতার বৈষম্য এবং এজেন্সি দিয়ে বাংলার সরকারকে আক্রমণ করা হচ্ছে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা বারবার করেছেন। সামনে লোকসভা ভোট। এবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ওই অনুষ্ঠান থেকে বার্তা দিতে পারেন।
দলীয় সূত্রে খবর, ২০২২ সালেও উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এমন কর্মী সম্মেলন সেরেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেটা আরও বড় করে হবে। একটু অন্য ধাঁচে। যেখান থেকে মানুষের কাছে বার্তা যাবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কয়েকজন শীর্ষ নেতা। এই বিজয়া সম্মেলন এমন আবহে ভবানীপুরে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।