শালবনিতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জিন্দাল গোষ্ঠীর ১৬ হাজার কোটির বিনিয়োগ

কলকাতা: আগামী সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল গোষ্ঠীর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে শিল্পগোষ্ঠীটি।

সূত্রের খবর, ২১ এপ্রিল কলকাতা থেকে রওনা হয়ে মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত কাটাবেন। ২২ এপ্রিল মঙ্গলবার তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ও দমকল বিভাগের অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। কয়েক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে। ২ হাজার একর জমির উপর গড়ে উঠবে এই বিদ্যুৎ কেন্দ্র।

প্রসঙ্গত, ২০০৮ সালে এই শালবনিতেই ইস্পাত কারখানার শিলান্যাস হলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০১৮ সালে সিমেন্ট কারখানা গড়ে উঠলেও বড় শিল্পের আশায় বুক বেঁধে ছিলেন স্থানীয়রা। এবার বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সেই স্বপ্নপূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। জিন্দাল গোষ্ঠীর কথায়, “এবার দেশের পাওয়ার হাউস হবে বাংলা।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক