Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'মানুষকে বঞ্চনা করা যাবে না', দলের নেতাদের কড়া বার্তা মমতার - NewsOnly24

‘মানুষকে বঞ্চনা করা যাবে না’, দলের নেতাদের কড়া বার্তা মমতার

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী

পুরুলিয়া: মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভা থেকে একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবিতে সরব হলেন, অন্য দিকে নিজের দলের কর্মীদেরও সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।

সভায় উপস্থিত পঞ্চায়েত, জেলা কর্মীদের মমতার স্পষ্ট বার্তা, “জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা, বুথস্তরের সকলকে বলব, একসঙ্গে মিলেমিশে কাজ করুন। মনে রাখবেন, আমরা সবাই খুব ছোট। মানুষ কিন্তু বড়। মানুষই ভোট দিয়ে জিতিয়েছেন, তাই ক্ষমতায় এসেছেন। মানুষ ছুড়ে ফেলে দিলে, কেউ ফিরেও তাকাবে না।” একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, “আমি চিরকাল এই কথা বিশ্বাস করি। এই কথা বিশ্বাস করলে আমার সঙ্গে থাকুন। নয়ত অন্য দল করুন। আমার আপত্তি নেই। তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না।”

সাধারণ মানুষের উদ্দেশে মমতা জানান, যদি কোথাও কোনও অভিযোগ ওঠে, সেটা যেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে জানানো হয়। এমনকি, অভিযোগ জানানোর জন্য ওয়েব মাধ্যমে আলাদা পোর্টাল রয়েছে, কোনওরকম অভিযোগ হলেই সেখানে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

মমতা বলেন, “আমি চিরকাল এই কথা বিশ্বাস করে এসেছি। আমার সঙ্গে যাঁরা দল করবেন, এই কথা বিশ্বাস করলে তবেই আমা সঙ্গে থাকুন। নইলে নিজের ঘরে যান, বিজেপি, সিপিএম বা কংগ্রেস করুন। আমার কোনও আপচত্তি নেই। কিন্তু মানুষের সঙ্গে বঞ্চনা করা যাবে না। পরিষ্কার কথা আমার। সাধারণ মানুষকেও বলব, এই ধরনের কোনও অভিযোগ থাকলে, মুখ্যমন্ত্রী সরাসরিতে জানান। সরকারের এগিয়ে বাংলা পোর্টালে গিয়ে অভিযোগ জানান।”

Related posts

প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের

ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী