রামনবমীতে গোলমাল পাকালে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: বৃহস্পতিবার রামনবমী। এ দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে বিরোধীদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘কোনো রকম গোলমালের পরিবেশ তৈরি হলেই আইনি পদক্ষেপ করা হবে।’’

রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “বৃহস্পতিবার রাজ্যের ১ কোটি রামভক্ত রাস্তায় থাকবে”। ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জেনেছে প্রশাসন। সে কথা জেনেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সতর্কতার কথা শুনিয়ে রেখেছেন। তাঁর বক্তব্য, “মিছিল-মিটিং করার অধিকার সবার আছে। কিন্তু দাঙ্গা করার অধিকার কারও নেই। আমি সবাইকে বলব, শান্তিতে অন্নপূর্ণা পুজো করুন, রামনবমী পালন করুন। রমজান মাস পালন করুন। কিন্তু আইন হাতে তুলে নেবেন না”।

শান্তিতে রমনবমী পালনের আবেদন জানিয়ে নাম না করে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির একজন নেতা আছেন যাঁর বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে। তিনি বলেছেন, হাতের কাছে যা অস্ত্র পাব নিয়ে বেরবো। বলে রাখছি, যে কোনো অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালেই পদক্ষেপ করা হবে।’’

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?