কলকাতা: ভোট ঘোষণার পর ৩১ মার্চ থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তার পর থেকে লাগাতার প্রচার চালাচ্ছেন তিনি। রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটপ্রচার করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই লোকসভার অন্তর্গত সোনারপুর দক্ষিণে মিছিল করবেন মমতা।
তৃণমূল সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এ দিন মমতার পদযাত্রা শুরু হবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সামনে থেকে। কর্মসূচির স্থান হিসাবে এই জায়গাকে বেছে নেওয়ার কারণে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, মমতার সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন ও ইস্কনের প্রতিক্রিয়ার পরেই কি মিছিল শুরুর স্থান হিসেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে বেছে নেওয়া হল? যদিও দলের তরফ থেকে মিছিল প্রসঙ্গে কোনও মন্তব্য করা হচ্ছে না।
প্রসঙ্গত, আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ওই দিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুরে ভোট নেওয়া হবে।