একটানা বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গের একাধিক জেলা। বানভাসি পরিস্থিতি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন।
টানা বৃষ্টিতে ভয়ংকর অবস্থা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। জলমগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির একাধিক এলাকা। এরইমধ্যে ভুটানে বৃষ্টির জেরে হরপা বান নেমেছে উত্তরের একাংশে। এর জেরে জলমগ্ন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। ভেঙে পড়েছে নদীর উপকূলের বাড়ি। জলমগ্ন অঞ্চলে আটকে পড়েছেন কয়েকশো বাসিন্দা।
এমন পরিস্থিতিতে রবিবার সকালে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “গত কয়েকদিনে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদীর জল। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীর জল। রাস্তা ছাপিয়ে বইছে নদী। রাস্তা জলমগ্ন হওয়ায় কিছু কিছু অংশে বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সম্পত্তির ক্ষতি হচ্ছে ঘরছাড়া বহু মানুষ। ডিএম-এসপি-রা রয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ করছে।”
তিনি আরও লেখেন, “আগামীকাল উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলায় দক্ষ টিমকে উত্তরবঙ্গে পাঠাচ্ছি। সেচমন্ত্রী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সমস্ত আধিকারিকরা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিমুহূর্তে। বৃষ্টিতে চাষের ক্ষতির বিষয়টিও দেখছে কৃষি দফতর। আমি নিজেও বিষয়টির উপর নজর রাখছি।”