সপ্তাহ ঘুরলেই পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু মমতার, প্রথম সভা কোচবিহারে

কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই প্রচার অভিযান শুরু। রবিবার কোচবিহার যাওয়ার কথা তৃণমূলনেত্রীর। সোমবার পঞ্চায়েত ভোটের জন্য প্রথম জনসভা করবেন মমতা।

কোচবিহারে প্রচার সেরে আলিপুরদুয়ার যেতে পারেন মমতা। তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সূচি স্থির হয়নি। মঙ্গলবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা।

পঞ্চায়েত ভোটে প্রচার কৌশল ঠিক করতে গত সপ্তাহে কালীঘাটের তৃণমূল কার্যালয়ে দলের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব। সেখানে সকলকে প্রচারের ছক বেঁধে দেওয়া হয়েছিল।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তাই আর একেবারেই সময় নষ্ট করতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গকেই এ বার বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল শিবির। একুশের বিধানসভা ভোটেও আশানুরূপ ফল হয়নি। সেখান থেকে সাধারণ মানুষের মন ঘাসফুলের দিকে ফেরাতে তৎপর তৃণমূল নেতৃত্ব।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন