কলকাতা : মহামারি পেছনে ফেলে এগিয়ে যাব আমরা। আবার স্বাভাবিক হবে পঠনপাঠন। এই আশার বার্তা দিয়ে রাজ্যের সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন নববর্ষের শুভেচ্ছা। ছাত্রছাত্রীদের সুস্থতাও কামনা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি লিখেছেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়েই কেটে গেল একটা বছর। তবে আশা করছি, নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আমাদের সামনে উপস্থিতি হবে। আশা করি আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাব। তোমরাও পড়শোনার জগতে ফিরে যাবে। তোমরাই দেশের ভবিষ্যত। খুব ভালো করে পড়াশোনা কর। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে।
রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতি বরাবরই সহৃদয় রাজ্য সরকার। বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে নানা সামগ্রী দেওয়া হয়।
চলতি বছর করোনার কারণে মাধ্যমিক পরীক্ষার্থী আড়াই মাসের মতো স্বশরীরে স্কুলে উপস্থিত থেকে ক্লাস করতে পেরেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে মেলেনি সেই সুযোগও। তাই তাদের ভরসা অনলাইন ক্লাস।
তবে অনেকের কাছে স্মার্টফোন না থাকার দরুণ ক্লাস করতে সমস্যা হয়েছে। সে সমস্যা দূর করতে নবান্নে সাংবাদিক বৈঠকে পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে ট্যাব কেনায় সমস্যা হওয়ার ফলে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাও জানান তিনি।
সেকথা দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পাঠানো চিঠিতেও উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে অবশ্যই ট্যাব কিনে নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।